Sunday, September 26, 2021

সঞ্চয়পত্রের মুনাফার হার যৌক্তিকভাবে পুণঃনির্ধারণ করা হয়েছে

বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে পাঁচ বছর মেয়াদি পরিবার সঞ্চয়পত্র, তিন বছর মেয়াদি তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র চালু আছে। এছাড়া বাংলাদেশ প্রাইজবন্ড, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউ. এস. ডলার প্রিমিয়াম বন্ড ও ইউ. এস. ডলার ইনভেস্টমেন্ট বন্ড নামে সঞ্চয় বন্ড চালু আছে। অন্যান্য স্কিমের মধ্যে রয়েছে ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব, ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদী হিসাব এবং (ক) ডাক জীবন বীমা  (আজীবন) ও (খ) ডাক জীবন বীমা (মেয়াদি)।

সঞ্চয়পত্র প্রচলনের পেছনে উদ্দেশ্য ছিলো ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় উদ্বুদ্ধ করার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র বিনিয়োগকারী ও বিশেষ শ্রেণীর জনগণকে আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধ, ব্যাংকিং খাতে তারল্য সংকট রোধ, সরকারি ঋণের সুষম ব্যবস্থাপনা প্রভৃতি। এসব উদ্দেশ্য পূরণকল্পে সরকার সময়ে সময়ে সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে থাকে। কাজেই সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ানো বা কমানো নতুন কোন বিষয় নয়। বাজারের মুনাফার/সুদের হারের সঙ্গে সামঞ্জস্য না হলেই সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করা হয়। প্রয়োজনে সরকার প্রতি বছর বা কয়েকবছর পরপর মুনাফার হার পর্যালোচনা করতে পারে। তারই ধারাবাহিকতায় সরকার গত 21 সেপ্টেম্বর 2021 খ্রিঃ তারিখে সঞ্চয়পত্রের মুনাফার পুণঃনির্ধারণ করেছে। এর আগে সরকার ২০১৫ সালের ২৩ মে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছিল।

সঞ্চয়পত্রের মুনাফার হার কেন কমানো হয়েছে সে প্রশ্নের উত্তরে যাওয়ার আগে জেনে নেওয়া যাক মুনাফার হার কতটা কমানো হয়েছে এবং এর ফলে আদৌ উদ্বিগ্ন হওয়ার মত কিছু আছে কিনা।

ছক-১

ক্রম নং

সঞ্চয়স্কিমের নাম

মেয়াদ

মেয়াদান্তে বিদ্যমান মুনাফার

হার

ক্রমিক 1-9 এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জিভুত বিনিয়োগের পরিমাণ

15,00,000 টাকা পর্যন্ত

15,00,001 টাকা হতে 30,00,000 টাকা পর্যন্ত

30,00,001 টাকা হতে তদুর্ধ্ব

পুণঃনির্ধারিত মুনাফার হার

০১

৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র

৫ বছর

১১.২৮%

 

১১.২৮%

 

10.30%

9.30%

০২

৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র

৩ বছর

১১.০৪%

 

১১.০৪%

 

10%

9%

০৩

পেনশনার সঞ্চয়পত্র

৫ বছর

11.76%

 

11.76%

 

10.75%

9.75%

04

পরিবার সঞ্চয়পত্র

৫ বছর

১১.৫২%

১১.৫২%

10.50%

9.50%

০৫

ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব

-

৭.৫০%

 

৭.৫০%

 

৭.৫০%

৭.৫০%

০৬

ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদি হিসাব

৩ বছর

১১.২৮%

 

১১.২৮%

 

10.30%

9.30%

 

ছক-২

ক্রম নং

সঞ্চয়স্কিমের নাম

মেয়াদ

মেয়াদান্তে বিদ্যমান মুনাফার

হার

ক্রমিক 1-9 এ বর্ণিত সকল সঞ্চয় স্কিমে ক্রমপুঞ্জিভুত বিনিয়োগের পরিমাণ

15,00,000 টাকা পর্যন্ত

15,00,001 টাকা হতে 30,00,000 টাকা পর্যন্ত

30,00,001 টাকা হতে 50,00,000 টাকা পর্যন্ত

50,00,001 টাকা হতে তদুর্ধ্ব

পুণঃনির্ধারিত মুনাফার হার

07

ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড

৫ বছর

১2%

 

১2%

 

11%

10%

9%

08

ইউএস ডলার প্রিমিয়াম বন্ড

3 বছর

7.5%

7.5%

7.5%

7.5%

7.5%

09

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড

3 বছর

6.5%

6.5%

6.5%

6.5%

6.5%

 

পুণঃনির্ধারিত মুনাফার ছক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই:

·        জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার পুন:নির্ধারণের ক্ষেত্রে জাতীয় সঞ্চয় অধিদপ্তর প্রবর্তিত ১১টি সঞ্চয় স্কিমের মধ্যে ৯টি স্কিমকে বিবেচনায় নেওয়া হয়েছে, অর্থাৎ ৩টি স্কিম যথা: বাংলাদেশ প্রাইজবন্ড (মুনাফার হার: 6.5%), (ক) ডাক জীবন বীমা (আজীবন) [প্রিমিয়াম: 4.2%] ও (খ) ডাক জীবন বীমা (মেয়াদি) [প্রিমিয়াম: 3.3%] কে এর আওতার বাইরে রাখা হয়েছে।

·        মুনাফার হার পুন:নির্ধারণের ক্ষেত্রে  যে ৯টি স্কিমকে বিবেচনায় নেওয়া হয়েছে তন্মধ্যে ৩টি স্কিম যথা: ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর মুনাফার হারের কোন পরিবর্তন করা হয়নি।  

·        সঞ্চয় স্কিমসমূহের বিনিয়োগের উর্ধ্বসীমার কোন পরিবর্তন করা হয়নি অর্থাৎ ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ অথবা যৌথনামে সর্বোচ্চ 1 কোটি টাকা বিনিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া পেনশনার সঞ্চয়পত্রে একক নামে সর্বোচ্চ 50 লক্ষ  টাকা বিনিয়োগ করা যাবে।   

·        ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব এ একক নামে সর্বোচ্চ 10 লক্ষ অথবা যৌথনামে 20 লক্ষ টাকা এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদি হিসাব এ একক নামে সর্বোচ্চ 10 লক্ষ অথবা যৌথনামে সর্বোচ্চ 20 লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।     

·        অনিবাসী বাংলাদেশীগণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর যে কোনটিতে অথবা সবগুলোতে সমন্বিতভাবে সর্বোচ্চ 1 কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন।

·        সঞ্চয় স্কিমসমূহে ইতোপূর্বে  বিনিয়োগের মুনাফার হারের কোন পরিবর্তন করা হয়নি।

·        15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হারের কোন পরিবর্তন করা হয়নি।

·        ক্রমপুঞ্জিভুত বিনিয়োগ 5 লক্ষ বা তার কম হলে উৎসে কর কর্তন পূর্বের ন্যায় 5% রাখা হয়েছে।

·        পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ 5 লক্ষ বা তার কম হলে তা পূর্বের ন্যায় আয়করমুক্ত রাখা হয়েছে।

·        6টি সঞ্চয় স্কিম যথা: ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয় ব্যাংক-সাধারণ হিসাব ও ডাকঘর সঞ্চয় ব্যাংক- মেয়াদি হিসাব এ  বিনিয়োগের জন্য 3টি স্ল্যাব নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম স্ল্যাবের জন্য অর্থাৎ 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের মুনাফার হারের কোন পরিবর্তন করা হয়নি। দ্বিতীয় স্ল্যাবের জন্য অর্থাৎ পরবর্তী 15 লক্ষ টাকার জন্য মুনাফার হার মাত্র 1% কমেছে; অনুরূপভাবে তৃতীয় স্ল্যাবের জন্য অর্থাৎ 30 লক্ষ টাকার বেশি বিনিয়োগের জন্য 2% এর মত মুনাফা হ্রাস পেয়েছে।

·        3টি সঞ্চয় বন্ড যথা: ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর জন্য 4টি স্ল্যাব নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড এর ক্ষেত্রে স্ল্যাব ভিত্তিক মুনাফা কার্যকর হবে, অপরাপর দুটি বন্ডের মুনাফার হার স্ল্যাব ভিত্তিক করা হলেও অপরিবর্তিত হয়েছে।

 

সঞ্চয়পত্রে বিনিয়োগের স্ল্যাব অনুধাবন:

ধরা যাক, জনাব নাসরিন জাহান নামের এক ভদ্র মহিলা প্রথমে 45 লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে  এবং পরে 5 লক্ষ টাকা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে  নতুন বিনিয়োগ করতে চান। তাঁর পূর্বে কোন সঞ্চয় স্কিমে কোন প্রকার বিনিয়োগ ছিল না। সেক্ষেত্রে মেয়াদান্তে তার প্রাপ্য নীট মুনাফা কেমন/কত হবে? চলুন দেখা যাক:

 

·        প্রথম 15 লক্ষ টাকার জন্য প্রাপ্য মুনাফা হবে= 11.52% হারে অর্থাৎ মাসিক 15×864= 12,960/-

·        দ্বিতীয় 15 লক্ষ টাকার জন্য প্রাপ্য মুনাফা হবে= 10.50% হারে অর্থাৎ মাসিক 787.5×15= 11,812.50

·        তৃতীয় 15 লক্ষ টাকার জন্য প্রাপ্য মুনাফা হবে= 9.50% হারে অর্থাৎ মাসিক 15×712.50= 10,687.50

সুতরাং  জনাব নাসরিন জাহান 45 লক্ষ টাকা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করে মাসিক মুনাফা পাবেন: (12,960+11,812.50+10,687.50)=35,460/-

একই পরিমাণ টাকা পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করে তিনি পূর্বে মাসিক মুনাফা পেতেন= 38,880 টাকা। অর্থাৎ বর্তমানে মুনাফা কম পাবেন: 38,880-35,460= 3,420/- মাত্র।

·        5 লক্ষ টাকা তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগের উপর জনাব নাসরিন জাহান ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা পাবেন 9% হারে অর্থাৎ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগের তৃতীয় স্ল্যাবের হারে, কেননা তাঁর ক্রমপুঞ্জিভুত বিনিয়োগ ইতোমধ্যে 30 লক্ষ টাকা অতিক্রম করেছে। সুতরাং তিনি 5 লক্ষ টাকার জন্য ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা পাবেন: 2025×5=10,125/- যা পূর্বে ছিল 12,420/- অর্থাৎ তিনি ত্রৈমাসিক ভিত্তিতে 2,295 টাকা পূর্বের তুলনায় কম পাবেন।

সুতরাং সঞ্চয়পত্রের মুনাফার হার পুন:নির্ধারণের মাধ্যমে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মূল উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে, কেননা প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র বিনিয়োগকারী ও বিশেষ শ্রেণীর মানুষ তথা নারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, পেনশনার ও শারীরিক প্রতিবন্দ্বী ব্যক্তিরা মুনাফার হার পুন:নির্ধারণের ফলে মোটেও ক্ষতিগ্রস্ত হবেন না। ফলত সাধারণ নাগরিকদের মুনাফার হার পুনঃনির্ধারণের ফলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

সঞ্চয়পত্রের মুনাফার হার পুণ:নির্ধারণ কেন জরুরি ছিল এবার সে প্রসঙ্গে আসা যাক। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ এখনও উন্নয়ন কর্মকান্ডের উপর সর্বাধিক গুরুত্ব দেয়। এজন্য সরকার প্রতি বছর উন্নয়ন বাজেট করে থাকে। উন্নয়ন বাজেটের আরেক নাম ঘাটতি বাজেট। চলতি ২০১১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে পাস করা হয়েছে। সামগ্রিক বাজেট ঘাটতি ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৬.২ শতাংশ। এ ঘাটতি অর্থায়নে বৈদেশিক সূত্র থেকে ১ লাখ ১ হাজার ২২৮ কোটি টাকা, অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ১৩ হাজার ৪৫২ কোটি টাকা আহরণ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক বহির্ভূত উৎস থেকে ৩৭ হাজার ১ কোটি টাকা।

Monday, December 7, 2020


jpg"/>
পণ্যঃ বসুন্ধরা পেপার 80 GSM 
অভিহিত মূল্যঃ 330 টাকা
বিক্রয়মূল্যঃ 225 টাকা
ন্যুনতম অর্ডার: 4 রিম
কুরিয়ার খরচঃ 60 টাকা

Sunday, April 5, 2020

Singular to Plural Number



Singular ‡_‡K Plural Kivi wbqgvejx:
mvaviYZ Noun-Gi mv‡_ s ‡hvM K‡i Plural Kiv nq| †hgb:
Singular
Plural
Singular
Plural
Bottle
Bottles
Pencil
Pencils
Method
Methods
Window
Windows
k‡ãi †k‡l ch, s, sh, x ev s sound _vK‡j es †hvM K‡i plural Ki‡Z nq| †hgb:
Singular
Plural
Singular
Plural
Mach
Maches
Box
Boxes
Bus
Buses
Moss
Mosses
Dish
Dishes
Branch
Branches
Exception:
Monarch — Monarchs, Epoch Epochs

Tech — Techs
k‡ãi †kl f ev fe _vK‡j f/fe-Gi ¯’‡j v+es †hvM K‡i plural Ki‡Z nq| †hgb:
Singular
Plural
Singular
Plural
Wolf
Wolves
Life
Lives
Leaf
Leaves
Wife
Wives
Thief
Thieves
Loaf
Loaves
Half
Halves
Sheaf
Sheaves
Calf
Calves
Knife
Knives
Elf
Elves
Shelf
Shelves
Self
Selves


†k‡l f ev fe _vKv m‡Ë¡I wb‡Pi k㸇jvi mv‡_ s †hvM K‡i A_ev v+es †hvM K‡i Plural Kiv hvq| 
Singular
Plural
Singular
Plural
Dwarf
Dwarfs
Hoof
Hoofs
Dwarf
Dwarves
Hoof
Hooves
Scarf
Scarfs
Scarf
Scarves
†k‡l f ev fe _vKv m‡Ë¡I wb‡Pi k㸇jvi mv‡_ ïay s †hvM K‡i Plural Ki‡Z nq|
Singular
Plural
Singular
Plural
Chief
Chiefs
Cliff
Cliffs
Gulf
Gulfs
Proof
Proofs
Safe
Safes
Handkerchief
Handkerchiefs
Chef
Chefs
Roof
Roofs
Noun-Gi †k‡l O _vK‡j mvaviYZ es †hvM K‡i Plural Ki‡Z nq| †hgb:
Singular
Plural
Singular
Plural
Embargo
Embargoes
Potato
Potatoes
Hero
Heroes
Torpedo
Torpedoes
Tomato
Tomatoes
Veto
Vetoes
Buffalo
Buffaloes
Mango
Mangoes
Negro
Negroes
Echo
Echoes
Volcano
Volcanoes
Cargo
Cargoes
†k‡l O _vKv m‡Ë¡I wb‡Pi k㸇jvi mv‡_ ïay s †hvM K‡i Plural Ki‡Z nq|
Singular
Plural
Singular
Plural
Dynamo
Dynamos
Ratio
Ratios
Canto
Cantos
Logo
Logos
Studio
Studios
Video
Videos
Tattoo
Tattoos
Memo
Memos
Photo
Photos


Auto
Autos
Kargaroo
Kargaroos
Kilo
Kilos    
Piano
Pianos
Soprano
Sopranos
Zoo
Zoos
Pimento
Pimentos
Solo
Solos
Stereo
Stereos
Commando
Commandos
†k‡l O _vKv m‡Ë¡I wb‡Pi k㸇jvi mv‡_ s ev es †h‡KvbwU †hvM K‡i Plural Kiv hvq| †hgb:
Singular
Plural
Singular
Plural
Buffalo
buffalos/buffaloes
Cargo
cargoes/cargos
Halo
Halos/haloes
Mosquito
mosquitos/mosquitoes
Motto
mottos/mottoes
No
nos/nose
Tornado
tornados/tornadoes
Volcano
volcanos/volcanoes
Zero
zeros/zeroes


wKQz wKQz  Noun Av‡Q ‡h¸‡jvi †k‡li y Gi ¯’‡j  ies ‡hvM K‡i Plural Ki‡Z nq| ‡hgb:
Singular
Plural
Singular
Plural
Baby
Babies
Lady
Ladies
Army
Armies
Story
Stories
City
Cities
Pony
Ponies
wKš‘ k‡ãi †k‡li y Gi Av‡M AviI GKwU Vowel _vK‡j k‡ãi †k‡l ïay s †hvM K‡i Plural Ki‡Z nq| ‡hgb: 
Singular
Plural
Singular
Plural
Way
Ways
Toy
Toys
Kidney
Kidneys
Boy
Boys
wKQz wKQz  Noun Gi wfbœag©x Plural form i‡q‡Q| ‡hgb:
Singular
Plural
Singular
Plural
Child
Children
Man
Men
Woman
Women
Human
Humans
Mouse
Mice
Foot
Feet
Louse
Lice
Tooth
Teeth
Ox
Oxen
Person
People
Goose
Geese


wKQz wKQz  Noun i‡q‡Q †h¸‡jvi Singular I Plural form GKB| †hgb:
Barracks
Crossroads
Trout
Salmon
Means
Headquarters
Spacecraft
Aircraft
Sheep
Deer
Pair
Dozen
Series
Species
Score
Gross
Bison
Moose
Hundred
Thousand
Swine
Cod
Swiss
Works (= factory)
Innings (wµ‡K‡U GK `‡ji e¨vU Kivi cvjv)



wKQz wKQz cÖvYxevPK Noun Gi `ywU Plural form Av‡Q| †hgb:
Singular
Plural
Singular
Plural
Antelope
Antelope/antelopes
Cod
Cod/cods
Elk
Elk/elks
Fish
Fish/fishes
Flounder
Flounder/flounders
Grouse
Grouse/grouses
Quail
Quail/quails
Reindeer
Reindeer/reindeers
Salmon
Salmon/salmons
Shrimp
Shrimp/shrimps
Trout
Trout/trouts


wb‡Pi Noun ¸‡jv hLb group ev `j wn‡m‡e we‡ePbv Kiv nq ZLb †m¸‡jv Singular Collective Noun wKš‘ wfbœ wfbœf‡e we‡ePbv Ki‡j †m¸‡jv Plural nq|
Audience
band
class
committee
Crowd
dozen
family
flock
group
Heap
herd
jury
kind
lot
(the) number
public
staff
team
board
cabinet
company
council
department
faculty
senate
society
troupe

Compound Noun Gi Plural MVb:
`yB ev Z‡ZvwaK kã wb‡q Compound Noun MwVZ nq| †Kvb †Kvb Compound Noun GKK kã wn‡m‡e MwVZ nq, †KvbwU nvB‡db Øviv Avjv`v nq; Avevi †KvbwU GKwU †¯úm w`‡q Avjv`v nq| †hfv‡eB MwVZ †nvK bv †Kb cÖwZwU Compound Noun G GKwU g~j kã (head word) _v‡K hvi mv‡_ s/es/ies †hvM K‡i H Compound Noun Gi Plural Ki‡Z nq|
GKK kã wn‡m‡e MwVZ Compound Noun Gi Plural:
MVb (Formation)
Singular
Plural
noun + noun
Attorney-general
Attorneys-general
noun + noun
Court martial
Courts martial
noun + noun
Governor-general
Governors-general
noun + noun
Notary public
Notaries public
noun + noun
Sergeant major
Sergeants major
noun + noun
Train station
Train stations
noun + noun
Maid-servant
Maid-servants
noun + noun
Taxi driver
Taxi drivers
noun + noun
Car park
Car parks
noun + adjective
Handful
Handfuls/handsful
noun + adjective
Heir apparent
Heirs apparent
adjective + noun
Blackberry
Blackberries
adjective + noun
Full moon
Full moons
adjective + noun
Step-son
Step-sons
adjective + noun
Blackboard
Blackboards
adjective + noun
Step-daughter
Step-daughters
verb + noun
Breakwater
Breakwaters
verb +ing + noun
Swimming pool
Swimming pools
noun + verb
Haircut
Haircuts
noun + verb+ing
Skydiving
Skydivings
noun + preposition
Passer-by
Passers-by
noun + preposition
Looker-on
Lookers-on
noun + preposition
Hanger-on
Hangers-on
noun + preposition
Handout
Handouts
preposition + noun
Underground
Undergrounds
preposition + noun
Bystander
Bystanders
noun + preposition + noun
Commander-in-chief
Commanders-in-chief
noun + preposition + noun
Coat-of-mail
Coats-of-mail
noun + preposition + noun
Son-in-law
Sons-in-law
noun + preposition + noun
Daughter-in-law
Daughters-in-law
Compound kãwU‡Z †Kvb Noun bv _vK‡j †k‡li word Gi mv‡_ s/es †hvM K‡i Plural Ki‡Z nq| D‡jøL¨, Compound wU‡Z †Kvb Noun bv _vK‡jI Compound wU GKwU Noun wn‡m‡e KvR K‡i| †hgb:
MVb (Formation)
Singular
Plural
vpp + preposition
Grown-up
Grown-ups
verb + preposition
Go-between
Go-betweens
verb + preposition
Check-in
Check-ins
verb + preposition
Takeoff
Takeoffs
adjective + preposition
Higher-up
Higher-ups
preposition+verb
Also-ran
Also-rans
wb‡Pi Compound Noun ¸‡jvi wfbœag©x Plural form i‡q‡Q|  †hgb:
Singular
Plural
Man-servant
Men-servant
Man-of-war
Men-of-war
ful hy³ Compound Noun ¸‡jvi `ywU Plural form i‡q‡Q|  †hgb:
Singular
Plural
Singular
Plural
Handful
Handfuls
Handful
Handsful
Mouthful
Mouthfuls
Mouthful
Mouthsful
Spoonful
Spoonfuls
Spoonful
Spoonsful
Bucketful
Bucketfuls
Bucketful
Bucketsful
Bucketful
Bucketfuls
Bucketful
Bucketsful
Cupful
Cupfuls
Cupful
Cupsful
we‡`kx k‡ãi Plural MVb: Bs‡iwR fvlvq wKQz wKQz we‡`kx kã Plural mn cÖ‡ek K‡i‡Q| †hgb:
Latin kã:
Singular
Plural
Singular
Plural
Appendix
Appendices
Agendum
Agenda
Apex
Apices
Stratum
Strata
Alumnus
Alumni
Datum
Data
Medium
Media
Focus
Foci
Genus
Genera
Hippopotamus
Hippopotami
Erratum
Errata
Formula
Formulae/formulas
Index
Indices
Memorandum
Memoranda
Radius
Radi
Terminus
Termini/terminuses
Locus
Loci/locuses
Referendum
Referenda
Index
Indices/indexes
Vertex
Vertices
Vortex
Vortices
Momentum
Momenta/momentums
Minimum
Minima/minimums
Matrix
Matrices/matrixes
Stigma
Stigmata
Nucleus
Nuclei
Arena
Arenas
Gymnasium
Gymnasia/gymnasiums
Greek kã:
Singular
Plural
Singular
Plural
Axis
Axes
Analysis
Analyses
Basis
Bases
Hypothesis
Hypotheses
Crisis
Crises
Criterion
Criteria
Parenthesis
Parentheses
Phenomenon
Phenomena
Oasis
Oases
Cactus
Cacti/cactuses
Italian kã:
Singular
Plural
Singular
Plural
Bandit
Banditi/bandits


French kã:
Singular
Plural
Singular
Plural
Madame (madam)
Mesdames
Monsieur
Messieurs
Bureau
Bureaux/bureaus


Hebrew kã:
Singular
Plural
Singular
Plural
Cherub
Cherubim/cherubs
Seraph
Seraphim/seraphs

q An Easy Approach to English Grammar